মুনাব্বেহাত (চারটি চারটি নছীহত) পৃষ্ঠা নাম্বার ২৫
রাছুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম বলিয়াছেন , ছেতারা সমূহ আছমানবাসীদের নিরাপত্তার কারণ , যখন তাহারা খসিয়া পড়িবে
তখন আল্লাহর কাজা বা বিধি ব্যবস্থার দায়িত্ব ভার আছমানবাসীদের উপর পতিত হইবে । আমার আহলে বাইত বা পরিজনবর্গ আমার ওম্মতের জন্য নিরাপত্তার কারণ , যখন আমার আহলে বাইত চলিয়া যাইবে তখন কাজায় - এলাহী আমার ওম্মতগণের উপর পতিত হইবে । আমি আমার আছহাবগণের জন্য নিরাপত্তার কারণ , যখন আমি চলিয়া যাইব তখন কাজায় - এলাহী আমার আছহাবগণের উপর পতিত হইবে । পর্বতমালা জমিনের অধিবাসীগণের জন্য নিরাপত্তার কারণ , যখন তাহা চলিয়া যাইবে তখন কাজায় - এলাহী দুনিয়াবাসীগণের উপর পতিত হইবে । হযরত আবুবকর ছিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন , চারিটি বস্তু অপর চারিটি বস্তু দ্বারা পুর্নতা লাভ করে - নামাজে ওয়াজেব তরক হইলে দুইটি ছহু ছেজদা দ্বারা , রোজা ছদকায়ে ফেতের দ্বারা , হজ্ব ফিদ্ইয়া ( কোরবানী ) দানে এবং ঈমান জেহাদ দ্বারা পূর্ণতা লাভ করে । হযরত আবদুল্লাহ - বিন মুবারক ( রাঃ ) বলিয়াছেন , যে ব্যক্তি প্রত্যহ বার রেকাত ( ছুন্নাতে মোয়াক্কাদা ) নামাজ পরিলো সে নামাজের হক আদায় করিলো , যে ব্যক্তি প্রতিমাসে তিনটি রোজা ( আইয়াম বীজের রাখিল সে রোজার হক আদায় করিলো , যে ব্যক্তি প্রতিদিন একশত আয়াত কোরআন তেলাওয়াত করিলো সে কোরআন তেলাওয়াতের হক আদায় করিলো এবং যে ব্যক্তি জুয়ার দিন এক দেরহাম দান করিলো সে দানের হক আদায় করিলো । হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন , সমুদ্র চারিটি নফ্ছের কুমন্ত্রনা গোনাহর সমুদ্র , নক্ছ শাহওয়াত বা প্রবৃত্তির সমুদ্র , মৌত বয়সের সমুদ্র এবং কবর অনুতাপের সমুদ্র।
বিঃদ্রঃ মুনাব্বেহাত ্কিতাব ধারাবাহিক ভাবে চলবে।
মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ পোস্ট
ReplyDeletePost a Comment