আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা
আজ পবিত্র শুক্রবার জুমার দিন, সবাই কে জুমা মোবারক। আজ জুমার দিনের কিছু সুন্নাত আমলের কথা বলবো। যা আমাদের প্রতিটি মুসলমানদের জন্য আমল করা অতি জরুরি।
মহান আল্লাহ তায়ালা আমাদের পবিত্র সুন্নতের আমল করার তাওফিক দান করুন, আমিন।
জুমআর দিনের কিছু সুন্নাত সমূহ
০১) ফজরের সালাত জামাতে আদায় করুন। বায়হাকী
০২) জুম্মার সালাতে শীঘ্র উপস্থিত হওয়া (বুখারী এবং মুসলিম : ৯২৯ এবং ১৯৬৪)
০৩) মনোযোগ সহকারে জুম্মার খুৎবা শোনা (আল-বুখারী ৯৩৪ এবং মুসলিম ৮৫১)
০৪) জুম্মার দিন আপনার দুয়া কবুল হবার সেই মুহূর্তটির অনুসন্ধান করুন (বুখারী এবং মুসলিম : ৯৩৫ এবং ১৯৬৯
০৫) জুম’আর দিন গোসল করা।যাদের উপর জুম’আ ফরজ তাদেরজন্য এ দিনে গোসলকরাকে রাসুল(সাঃ) ওয়াজিব করেছেন (বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
। পরিচ্ছন্নতার অংশহিসাবে সেদিন নখ ও চুলকাটা একটি ভাল কাজ।
০৬.) জুম’আর সালাতের জন্যসুগন্ধি ব্যবহার করা। (বুখারীঃ ৮৮০)
০৭) মিস্ওয়াক করা। (ইবনে মাজাহঃ ১০৯৮,বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)
০৮) গায়ে তেল ব্যবহার করা। (বুখারীঃ৮৮৩)
০৯) উত্তম পোশাক পরিধানকরে জুম’আ আদায় করা।(ইবনে মাজাহঃ১০৯৭)
১০) মুসুল্লীদের ইমামেরদিকে মুখকরে বসা (তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬)
১১) পায়ে হেঁটে মসজিদে গমন। (আবু দাউদঃ ৩৪৫ তিরমিজি, ৪৯৬)
১২) জুম’আর দিনও জুম’আররাতে বেশী বেশী দুরুদ পাঠ। (আবু দাউদঃ ১০৪৭ ইবনে মাজাহ ১০৮৫)
দু’রাকা’আত‘তাহিয়্যাতুল মাসজিদ’সালাত আদায় করা ছাড়া না বসা। (বুখারীঃ ৯৩০)
১৬) জুম’আর দিনসূরা কাহফ পড়া। এতে পাঠকেরজন্য আল্লাহ তায়ালা দুই জুম’আরমধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। (হাকেমঃ ২/৩৬৮,বায়হাকীঃ ৩/২৪৯)
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।
মাশাআল্লাহ
ReplyDeleteমাশআল্লাহ
ReplyDeletePost a Comment