স্বপ্নদোষ থেকে বাঁচার উপায়
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
Ways to avoid nightmares
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা
nightmares of the bottom,
আজ আমি আপনাদের সামনে অত্যন্ত একটা শারিরীক সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো।
ইসলাম এমন একটা ধর্মের যে ধর্মে প্রত্যেক টা বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে সঠিক সমাধান রয়েছে। যদিও অনেকে ইসলামটা কে শুধু পানি পড়া নামাজ পড়ানো বিভিন্ন খতম পড়ানো বিভিন্ন দোয়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। মুলত ইসলাম ধর্ম টা বিভিন্ন দোয়া ও নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়।
nightmares never end,
আপনারা যদি নূর নবী সাঃ এর জীবনী পর্যালোচনা করেন তাহলে দেখবেন। তিনি একাদরে আধ্যাত্মিক লিডার ছিলেন, আবার তিনি মসজিদের ইমামতি করেছেন, আবার তিনি মানুষের চিকিৎসা এমন ভাবে করেছেন যা অনেক বিজ্ঞান অবাক হয়েছে। এমন কোন বিষয় বা দিক নেই যেখানে নূর নবীজির সমাধান নেই। তিনি প্রতিটি বিষয়ের সঠিক সমাধান দিয়ে গেছেন।
স্বপ্নদোষ কেন হয়,
তীব্বে নববী নামে এক খানা কিতাব রয়েছে আজ সেখান থেকে আলোচনা করবো নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিকিৎসা কেমন ছিল।
স্বপ্নদোষ থেকে বাচার উপায়
আমাদের যুবসমাজের মধ্যে বড় একটা সমস্যা হলো স্বপ্নদোষ।
এটা লজ্জার বিষয় না। এটা সাবাবিক একটা বিষয়, কিন্তু অনেকে লজ্জায় বলতে পারে না। এজন্য বিভিন্ন ডাক্তার কবিরাজ এর কাছে গিয়ে অনেকে সঠিক সমাধান পাচ্ছে না আবার অনেকে বিভিন্ন কবিরাজের ফাঁদে পা দিয়ে অনেক টাকা নষ্ট করছেন। কিন্তু সমাধান পাচ্ছেন না।
আমি আগেই বলেছি ইসলাম এমন এক ধর্ম যেখানে সকল বিষয়ের সমাধান রয়েছে।
আজ যুবসমাজের কঠিন সমস্যা স্বপ্নদোষ নিয়ে কথা বলবো
কিভাবে এর সমাধান পবিত্র কুরআন ও সুন্নাহ থেকে করা যায়।
কিছু ইসলামি নিয়ম মেনে চলুন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন।
★★★ ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন।
★★★ কোন খারাপ চিন্তা করে ঘুমাবেন না।
★★★ অশ্লীল ভিডিও দেখবেন না।
★★★ ইসলামী বিধান মেনে চলার চেষ্টা করুন।
★★★ ঘুমানোর আগে ( লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) ১০০ বার পড়ে ঘুমাবেন।
এই আমলটুকু করেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা সকল সমস্যার সমাধান করে দিবেন।
বিঃদ্রঃ আমাদের দেশের যুব সমাজের কাছ থেকে বিভিন্ন প্রতারক, বিভিন্ন ভাবে প্রতারিত করে, হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, এি স্বপ্নদোষের জন্য। আজ তাদের কে এই সমস্যার সমাধান দিবো ইনশাআল্লাহ। আর কোন প্রতারকের কাছে প্রতারিত হবেন না।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।
WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।
মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ পোস্ট
ReplyDeletePost a Comment