২১ দিনের মধ্যে বিয়ে হবে ইনশাআল্লাহ, পবিত্র কুরআনের আমল।
21 days of marriage
21 days of marriage
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা
বিগত কয়েকটি পোস্টে আমি বিবাহ শাদির বিষয়ে লেখেছি, বিবাহ শাদির বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নত আর যে আমার সুন্নত ছেড়ে দিলো সে আমার উম্মত নই।
আমাদের ইসলাম ধর্মে বিবাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিবাহর মাধ্যমে যুবক যুবতীরা তাদের চরিত্র কে সুন্দর রাখে।
বিবাহ ছাড়া যুবক যুবতীরা তাদের চরিত্র কে সুন্দর রাখতে পারেনা এটাই বাস্তবতা।
আমাদের দেশে অনেকের বিবাহ বন্ধ হয়ে যায়, বিভিন্ন কারণে। কেউ কুফরি করে কারও বিবাহ আটকিয়ে রাখে, বা কালো যাদু দ্বারা, অনেকের বিবাহ আটকে যায়, এরকম কথা আমার শুনতে পায়,।
21 days of marriage
পবিত্র কুরআন হলো এমন এক কবিতা, এর সামনে কোন পাওয়ার ফুল যাদু বা কুফরি কোন কিছুই টিকে থাকতে পারে না।
প্রিয় বন্ধুরা আজকে পবিত্র কুরআন শরীফ থেকে এমনি একটি আমলের কথা বলবো যারা পবিত্র কুরআন শরীফ পড়তে পারেন তাদের জন্য একদমই সহজ আর যারা পড়তে পারেন না তাদের জন্যও একটা নিয়ম বলে দিবো ইনশাআল্লাহ,।
কেউ যদি এই আমল করে তার বিবাহ কোন যাদু মন্ত্র বা কুফরি কোন কিছুই আটকাতে পারবে না ইনশাআল্লাহ।
আমার যেসকল যুবক যুবতী বন্ধুরা রয়েছেন যারা বিভিন্ন কবিরাজের কাছে যেয়ে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন, অনেক টাকা নষ্ট করছেন,
এমন সমস্যায় পরে আছেন তাদের কে বলবো কোন টাকা লাগবে না সহি নিয়তে এই আমল করুন ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে বিবাহ হবে।
***আজকের আমল***
আমরা যানি পবিত্র কুরআন শরীফ ৭ মঞ্জিল,। মঞ্জিল মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত দিনে কোরআন শরিফ খতম করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে পর্যন্ত তেলাওয়াত করতেন সে পর্যন্ত এক মঞ্জিল।
***নিয়ম***
যেকোন শুক্রবার থেকে শুরু করতে হবে
শুক্রবার ১ম মঞ্জিল
শনিবার ২য় মঞ্জিল
রবিবার ৩য় মঞ্জিল
সোমবার ৪থ মঞ্জিল
মঙ্গলবার ৫ম মঞ্জিল
বোধবার ৬ঠ মঞ্জিল
বৃহস্পতিবার ৭ম মঞ্জিল
এভাবে খতম করে মহান আল্লাহ তায়ালার কাছে চোখের পানি ফেলে দোয়া করবে, যদি ৭ দিনে বিবাহ না হয় ২ য় সপ্তাহে আবার করবে, এভাবে ২১ দিনের মধ্যে বিবাহ হবে ইনশাআল্লাহ, যত বড় যাদু বান কুফরি হওক, সব কিছু নষ্ট হয়ে যাবে।
বিঃদ্রঃ প্রতিটি কোরআন শরিফে মঞ্জিল দেওয়া আছে।
যেসকল যুবক যুবতীরা পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তারা করবেন যদি না পারেন ভালো নেক্কার আলেম কে দিয়ে করাবেন, তাহলেও হবে, তবে অবশ্যই মঞ্জিল ভিত্তিক তেলাওয়াত করতে হবে। তিন খতমের মধ্যে বিবাহ হবে ১০০% ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।
WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।
ইনশাআল্লাহ অনেকের উপকার
ReplyDeleteখুবই গুরুত্বপূর্ণ পোস্ট
মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ পোস্ট
ReplyDeletePost a Comment