শত্রু যত বড় হওক পালানোর পথ পাবে না, এই আমল করলে।
No matter how big the enemy is, there is no way to escape
No matter how big the enemy is, there is no way to escape
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা
আজ যে আমলের কথা বলবো তা ১০০% পরীক্ষিত এ আমল দ্বারা শত্রু আর আপনার সাথে শত্রুামি করবে না, এমন কি সে আপনার থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ।
পবিত্র কুরআনে আমল নিয়ত শুদ্ধ করে পড়তে হয় কারও ক্ষতি করার জন্য না।
আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের সাথে মানুষের নানা সমস্যা রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে না না ভাবে শত্রুতামি করে থাকে অনেকে আবার কারও ভালো দেখতে পারে না।
না না ভাবে কিভাবে তাকে না না সমস্যায় ফেলা যায় বিপদে ফেলা যায় এসব চিন্তা করে। এসব কুচক্রী মানুষ আমাদের সমাজে অনেক আছে যাদের জন্য ভালো মানুষ গুলো বিভিন্ন ভাবে সমস্যায় পড়ে থাকে,
আজ সেসব সমস্যায় পরা মানুষের পক্ষে লেখবো ইনশাআল্লাহ,
আরেকটা বিষয় মনে রাখবেন যার সমস্যা যত বড় তার সমাধান তত কঠিন, যার রোগ যেমন বড় তার ঔষধও তেমন বেশি, তাই ধৈর্য ধরে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইতে হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা সকল সমস্যার সমাধান করে দিবেন।
আমি সবসময় বলে থাকি পবিত্র কুরআনের আমল গুলো সহি শুদ্ধ ভাবে আমল করতে হবে তেলাওয়াত শুদ্ধ না হলে হিতে বিপরীত হবে, আর সবসময় কুরআন দেখে আমল করবেন বাংলা উচ্চারণ দেখে না। কেননা আরবি সব উচ্চারণ বাংলায় হয় না।
*** আজকের আমল ***
পবিত্র কুরআন শরীফের অন্যতম একটি প্রসিদ্ধ সূরাহ। সূরাহতুল দ্বোহা
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
১.
وَالضُّحَى
২
وَاللَّيْلِ إِذَا سَجَى
৩.
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
৪.
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
৫.
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
৬.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
৭.
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
৮
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
৯.
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
১০
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
১১.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
*** নিয়ম ***
মঙ্গলবার দিবাগত রাত শেষে বোধ বার ভূর বেলা ফজরের সময় পাক পবিত্র হয়ে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে, সূরা ফাতিহা ১-৩ বার সূরা ইখলাস ১-৩ বার এবং কয়েকবার দুরুদ শরিফ পড়ে। সূরাহ দ্বোহা ১০০ বার পড়তে হবে, ১০০ বার পড়া হলে আবারও সূরা ফাতিহা সূরাহ ইখলাস এবং দুরুদ শরিফ পড়ে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করবে শত্রু থেকে বাঁচার জন্য। তারপর ফরজ নামাজ পড়বে। এভাবে একাধারে ৭ দিন করতে হবে এই আমল। ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালার ইচ্চায় ৭দিনের মধ্যে শত্রু থেকে রক্ষা পাবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।
WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।
ধন্যবাদ, আপনার আমল গুলো নিয়ম মেনে করলে উপকার পাওয়া যায়, ইনশাআল্লাহ
ReplyDeleteসুন্দর একটি আমল পোস্ট করার জন্য ধন্যবাদ
ReplyDeleteমাশাআল্লাহ গুরুত্বপূর্ণ পোস্ট
ReplyDeleteমহান আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুক
ReplyDeletePost a Comment