পরকীয়া সমস্যার সমাধান যাদের স্বামী বা স্ত্রী দূরে থাকে তাদের জন্য। পবিত্র কুরআন থেকে একটি আমল।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা।
পরকীয়া হলো আমাদের বর্তমানে সময়ে কঠিন থেকে কঠিনতম সামাজিক সমস্যা,
সমস্যা যত বড় তার আমলও তত কঠিন। রোগ যেমন বড় তার চিকিৎসাও তেমন বড়। তবে আজ আমি আপনাদের সহজ একটি আমলের কথা বলবো যার মাধ্যমে আপনারা এই কঠিন ব্যাধি পরকীয়ার সমাধান পাবেন ইনশাআল্লাহ।
পবিত্র কুরআন আমাদের পূর্নাঙ্গ জীবন বিধান। পবিত্র কুরআন শরীফ থেকে আজকের আমলের কথা বলবো। নিয়ত সহী করে আমল করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা সকল সমস্যার সমাধান করে দিবেন।
যে সকল দ্বীনি ভাই /বোনেরা এই কঠিন সমস্যা পরকীয়ার সমাধান খুজে পাচ্ছেন না তাদের জন্য আজকের লেখা।
আমি গত পর্বে পরকীয়ার আমলের কথা বলেছিলাম, এবং এও বলেছিলাম যাদের স্বামী বা স্ত্রী কাছে থাকে না বিদেশে বা দূরে কোথাও চাকরি করে তাদের জন্য অন্য একটি আমলের কথা বলবো। আজ সে আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।
যাদের স্বামী বা স্ত্রী দূরে থাকে তাদের জন্য আজকের আমল
**আজকের আমল**
পবিত্র কুরআন শরীফের একটি সূরাহ। সূরাহ নছর( ইযাযাহ সূরা)
**নিয়ম**
পবিত্র হাদিস শরিফ অনুযায়ী যখন দোয়া কবুল হয় এমন সময় কেউ যদি এই সূরাহ ১২১বার পাঠ করে অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে কেউ যদি ২১ বার করে পাঠ করে তাহলেও হবে।
৪১ দিন পর্যন্ত এই আমল করতে হবে। এই নিয়তে পাঠ করতে হবে যে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক মহান আল্লাহ তায়ালা যেন এই পবিত্র সূরাহ নছরের উছিলায় তাকে তুমি ভালো করে দাও।
তাকে আমার প্রতি জুকিয়ে দাও আমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। এভাবে এক নিয়তে মহান আল্লাহ তায়ালার কাছে চোখের পানি ফেলে চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালার ইচ্ছাই ঠিক হয়ে যাবে।
দোয়া কবুলের কিছু সময় পবিত্র হাদিস শরিফ অনুযায়ী।
১। আজানের সময়
২। ফরজ নামাজের পড়ে
৩। গভীর রাতে তাহাজ্জুদ নামাজের পড়ে
৪। আরও অনেক সময় আছে। কষ্ট করে খুঁজে নিবেন।
আর দোয়া কবুলে অন্য তম শর্ত হলো হালাল রোজী এবং দুরুদ শরিফ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।
WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।
মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeletePost a Comment