যে সকল নারীদের সবাই জ্বালাতন করে তাদের জন্য এই পবিত্র কুরআনের আমল টি। The period of suppression of the enemy


শত্রু দমনের আমল

The period of suppression of the enemy

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা 

আজকে আমি আমাদের দেশের নির্যাতিত একদল মা ও বোনের পাশে দ্বারাতে হাজির হয়েছি আজকের আমলটি ফজরের নামাজের সময়, করতে হয়।

 যুগ যুগ ধরে বিভিন্ন প্রাচীন কিতাবের মধ্যে এ কথা লেখা হয়েছে যে এর মাধ্যমে নারীরা তাদেরকে নির্যাতনের হাত থেকে হেফাজত করতে পারেন বিশেষ করে শাশুড়িরা পুত্রবধূদের হাত থেকে পুত্রবধূরা শাশুড়ী  দের হাত থেকে বাঁচতে পারেন। 

পুত্রবধূর শাশুড়ী ঝগড়ার সমাধান 

এছাড়া আরও যদি  শত্রু থাকে অর্থাৎ স্বামীর নির্যাতন অথবা দেবর এর নির্যাতন ভাসুরের নির্যাতন এইরকম নারীকেন্দ্রিক যত নির্যাতন হয় সেখান থেকে এর মাধ্যমে নারীরা হেফাজতে থাকতে পারে এর মাধ্যমে শত্রু দমন করা যায় 

পুরুষেরাও এ আমল করতে পারে তবে নারীদের আমল পুরুষের আমলের  মধ্যে কিছুটা ভিন্নতা আছে। 

সম্মানিত বন্ধুরা আজ আমি যে সূরা দুটো নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে সূরা লাহাব আরেকটা হচ্ছে  সূরা ফীল। 

আমার আগের লেখা গুলো বিবাহ শাদির উপর ভালো পাত্র পাত্রীর উপর শত্রু দমনের উপর পরকীয়ার উপর হয়েছে। 

অনেকে বিভিন্ন ভাবে জানিয়েছে যে তারা বিভিন্ন ভাবে নির্যাতিত অনেকে বউ দ্বারা কেউ শাশুড়ী দ্বারা কেউ দেবর বা বাসুর দ্বারা আজ তাদের বিষয়ে সমাধানের উপর পবিত্র কুরআনের আমল নিয়ে লেখবো। 

আপনি শাশুড়ী বা পুত্রবধূ যেই হন এই আমল যদি করেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা নির্যাতিতা কে হেফাজত করবেন। 


***আজকে আমল***


সূরাহ লাহাব, সূরাহ ফীল।


***নিয়ম***

ফজরের সুন্নত নামাজে প্রথম রাকাতে সূরাহ ফাতিহা পড়ার পড়ে যেকোন সূরাহ মিলিয়ে পড়বেন কিন্তু দ্বিতীয় রাকাতে সূরাহ ফাতিহা পড়ার পড়ে সূরাহ ফীল পড়তে হবে।

ফরজ নামাজে প্রথম রাকাতে সূরাহ ফাতিহা পড়ার পড়ে যেকোন সূরাহ মিলিয়ে পড়বেন কিন্তু দ্বিতীয় রাকাতে সূরাহ ফাতিহা পড়ার পড়ে সূরাহ লাহাব পড়তে হবে। 

এভাবে আমল করতে থাকবেন ইনশাআল্লাহ আপনি যার দ্বারা নির্যাতিত তার থেকে মহান আল্লাহ তায়ালা হেফাজত করবেন। 


***পুরুষের ক্ষেত্রে***

যদি কোন পুরুষ কারও দ্বারা নির্যাতনের স্বীকার হয় তাহলে সেও এই আমল করতে পারবে তবে কিছুটা ভিন্নতা রয়েছে। পুরুষেরা তো জামাতে নামাজ পড়ে সেজন্য শুধু সুন্নত নামাজে প্রথম রাকাতে সূরাহ ফীল দ্বিতীয় রাকাতে সূরাহ লাহাব পড়তে হবে। এভাবে যদি কোন পুরুষ এই আমল করে, তাহলে মহান আল্লাহ তায়ালা তাকে  নির্যাতনের হাত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন। 


WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


4 Comments

  1. বর্তমান সময়ের সেরা পোস্ট

    ReplyDelete
  2. মাশাআল্লাহ

    ReplyDelete
  3. অনেক গুরুত্বপূর্ণ পোস্ট ধন্যবাদ

    ReplyDelete
  4. নিয়মিত আমল করলে ঝগড়া কম হবে ইনশাআল্লাহ

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post