কোন কাজ করার আগে সেই কাজের ভালো বা মন্দ দিক জেনে নিন, নিজে নিজে
Before doing any work, know the good and bad aspects of that work, by yourself
কোন কাজ করার আগে সেই কাজের ভালো বা মন্দ দিক জেনে নিন, নিজে নিজে
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা
আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমার, যে কোন বিষয় যখন আমাদের সামনে আসে সেই বিষয় টির গায়েব আমরা যানি না, যে সে বিষয় টি ভালো না মন্দ। আমরা কিন্তু তা যানি না।
যে কোন বিষয় সামনে যখন আসে সে বিষয় টির ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, জানার জন্য, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে একটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিটির নাম হলো এস্তেখারা।
এ সম্পর্কে একখানা হাদিস বোখারী শরীফ, নাসায়ী শরীফও তিরমিজি শরিফে রয়েছে।
হযরত জারির বিন আব্দুল্লাহ রাঃ হতে বর্নিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কে যেরুপ যত্নের সাথে কোরআন শিক্ষা দিতেন তদরুপ প্রত্যেক ব্যাপার ও কাজের পূর্বে এস্তেখারা নামাজ পড়ার জন্য ওহার রীতি নীতি শিক্ষা দিতেন। বোখারী,নাসায়ী,তিরমিজি।
প্রিয় বন্ধুরা আমার এই হাদিসের মাঝে আমরা জানতে পারলাম যেকোনো বিষয় যখন আমাদের সামনে আসে।
সেটা, বিবাহ শাদি হতে পারে, চাকরি হতে পারে, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, জায়গা জমি ক্রয় বিক্রয় হতে পারে, কোথাও বাড়ি নির্মান হতে পারে, যেকোনো বিষয় যখন আমাদের সামনে আসে।
সেই বিষয় আমাদের কতটুকু কল্যাণ বা অকল্যাণ রয়েছে তা কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো নিয়মে জানতে পারি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় টি সাহাবায়ে কেরাম কে শিক্ষা দিয়েছেন।
এস্তেখারা বিষয় পবিত্র হাদিসে একখানা দোয়া রয়েছে অনেক বড় যা আরবি জানা লোক ছাড়া আমল করা খুবই কঠিন।
আজ আমি সহজ একটি পদ্ধতির কথা আপনাদের বলবো যা মুটামুটি সবাই আমল করতে পারবেন ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ এস্তেখারার অনেক গুলো সহি পদ্ধতি বিভিন্ন কিতাবে রয়েছে।
আজ আমি শায়খুল হাদীস আল্লামা শাহ ওলী উল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহঃ উনার কাউলুল জামিল কিতাবে বর্ননা করেছেন। সেই পদ্ধতিটি নিয়ে কথা বলবো।
***আজকের আমল***
এস্তেখারা
***পদ্ধতি বা নিয়ম***
পাক পবিত্র হয়ে, পবিত্র বিছানায় ডান কাতে শুতে হবে কয়েকবার দুরুদ শরিফ সূরাহ ফাতিহা পড়ে।
১। সূরাহ শামস ৭ বার
২। সূরাহ লাইল ৭ বার
৩। সূরাহ ত্বীন ৭ বার
৪। সূরাহ ইখলাস ৭ বার
পড়তে হবে। তারপর আবারও কয়েকবার দুরুদ শরিফ মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করবেন ডান কাতে শুয়ে দোয়ায় যে বিষয় নিয়ে দিদা ধন্দে আছেন তা উল্লেখ করে মহান আল্লাহর কাছে বলবেন এই সমস্ত সূরাহর বরকতে আমাকে সপ্নের মাধ্যমে সঠিক সমাধান দিয়ে দাও। যার মাধ্যমে আমি বুঝতে পারি এই বিষয় টা আমার জন্য কতটা কল্যাণ হবে আর কতটা অকল্যাণ হবে।
এভাবে আপনি প্রতি রাতে করবেন কমপক্ষে ৭ রাত পর্যন্ত করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা সপ্নের মাধ্যমে আপনাকে সঠিক সমাধান জানিয়ে দিবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।
WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।
মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ পোস্ট
ReplyDeleteValuable
ReplyDeletePost a Comment