শত্রু আপনার বাসা বাড়ীর কোথায় যাদুর তাবিজ লুকিয়ে রেখেছে, নিজেই খুজে বের করুন। পেটের ভিতর যদি যাদুর তাবিজ থাকে তাও নষ্ট করুন। 

শত্রু আপনার বাসা বাড়ীর কোথায় যাদুর তাবিজ লুকিয়ে রেখেছে, নিজেই খুজে বের করুন। পেটের ভিতর যদি যাদুর তাবিজ থাকে তাও নষ্ট করুন।


 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা


প্রিয় বন্ধুরা আমি এপর্যন্ত শত্রু ধমনের উপর পোস্ট করেছি পরকীয়ার উপর পোস্ট করেছি, আরও বিভিন্ন বিষয়ে পোস্ট করেছি, আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে ভালো সারাও পেয়েছি। 


আজ সে রকম একটি পোস্ট করবো তবে একটু ব্যাতিক্রম হবে যারা এসব আমল করার পরেও ভালো হচ্ছে না। কেন হচ্ছে না কি কারণ থাকতে পারে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো আজ ইনশাআল্লাহ। 


বিভিন্ন আমলে ভালো না হওয়ার দুটি কারণ রয়েছে। 

১। যদি কোন রুগির পেটে যাদুকৃত তাবিজ বা যাদুকৃত কিছু খাওয়ানো হয়, সেটা খাবারের সাথে মিশিয়ে বা জ্বিনের মাধ্যমে হওক।যেকোন ভাবেই হওক যদি কোন রুগীর পেটে যাদুকৃত তাবিজ বা খাবার থাকে। যতখন পর্যন্ত সেই তাবিজ বা খাবার নষ্ট না করা হয় ততখন পর্যন্ত পুরোপুরি ভালো হয়না। সেজন্য পেটের ভিতরে তাবিজ বা খাবার নষ্ট করার আমল করতে হবে আগে।

২। এমন কিছু রোগী আছে যাদের কে কোন কিছুই খাওয়ানো যায় না, খুবই সতর্ক থাকে বা সন্দেহ হয় এমন খাবার খাইনা। এমন রুগীর কাছে শত্রুরা যা করে তা হলো তাকে কষ্ট দেওয়ার জন্য রুগে আক্রান্ত করার জন্য, রুগীর বাড়ীতে কিছু স্থানে তাবিজ মাটির নিচে পুঁতে রাখে। যার জন্য বিভিন্ন আমল করার পরেও ভালো হচ্ছে না। 


তো প্রিয় বন্ধুরা আমার আজ সেইসব তাবিজ কবচ নষ্ট করার আমলের কথা বলবো। ইনশাআল্লাহ 

যেটা শত্রু যেখানেই লুকিয়ে রাখুক।

আজ আপনাদের বলবো কিভাবে তাবিজ কবচ নষ্ট করবেন। দুই টা পদ্ধতি। একটার মাধ্যমে আপনার পেটের ভিতরে যা কিছু আছ তা নষ্ট করার জন্য। 

দ্বিতীয় টি আপনার বাড়িতে যদি কোন তাবিজ কবচ থাকে তা নষ্ট করার জন্য। 


***আজকের আমল***

সূরাহ ইখলাসের ছোট একটি আয়াত ( আল্লাহু ছামাদ) 


***নিয়ম***


এমন একজন পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যাক্তির মাধ্যমে উক্ত আয়াত ৪১ বার পড়ে কাসা বা পীতলের পাত্রে ৪১ বার ফু দিয়ে সাদা কাগজে উক্ত আয়াত লেখে তাবিজের মতো করে পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যাক্তির হাতে মুঠো দিয়ে কাসা বা পিতলের পাত্রে হাত রাখলে উক্ত পাত্র চলতে থাকবে। যেটা কে আমরা গ্রামে বলে থাকি বাটি চালান। পাত্রটি যেখানে যেখানে যেয়ে থামবে সেখানের পাটি খুরে তাবিজ টি বের করতে হবে।


বিঃদ্রঃ আমাদের দেশে অনেক প্রতারক আছে বিভিন্ন ভাবে আমাদের প্রতারিত করে থাকে বাটি চালান দেওয়ার জন্য। সাবধান হবেন, যেভাবে বলেছি সেভাবে করবেন কোন তুলা রাশি লাগবে না, পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যাক্তির মাধ্যমে করবেন। 


আর যদি পেটের ভিতরে তাবিজ কবচ থাকে সেটও নষ্ট করার ওপায় আছ

আর তা হলো চার কূল এবং আয়াতুল কুরছি। কোন পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যাক্তি সকালে ১৪ বার করে পড়ে লবনে ফু দেয় যাদুকৃত ব্যাক্তি যদি সকালে খালি পেটে উক্ত লবন খায়, সেটা  রুগের অবস্থা দেখে ৭ দিন ১৪ দিন ২১ দিন সর্বচ্চ ৪১ দিন খেতে হবে। তাহলে পেটে থাকা যাদুর তাবিজ কবচ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 


বিঃদ্রঃ  চার কূল হলো। সূরাহ কাফীরুন, সূরাহ ইখলাস, সূরাহ ফালাক, সূরাহ নাস।


মহান আল্লাহ তায়ালা আমাদের সমস্ত যাদু বান কবচ থেকে হেফাজত করুন। পবিত্র কুরআন ও পবিত্র সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।


WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


1 Comments

Post a Comment

Previous Post Next Post