সমস্ত যাদু বান কুফরি নষ্ট হবে এই আমলে All magic and disbelief will be destroyed during this period


All magic and disbelief will be destroyed during this period

সমস্ত যাদু বান কুফরি নষ্ট হবে এই আমলে All magic and disbelief will be destroyed during this period


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 


বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

আজকে যে বিষয় টা নিয়ে আলোচনা করবো তা আমার অনেক পাঠকের রিকোয়েস্ট অনেকেই বারবার বলেছেন যে তারা কালো জাদু বা যাদু টোনা বান চেহেরে আক্রান্ত।

 তাদের শত্রুরা, তাদের আপনজনেরা, আত্মীয়-স্বজনেরা, তাদেরকে খাবারের সাথে মিশিয়ে তাদেরকে বান মেরেছে কেউ কাউকে কাউকে খাবারের সাথে মিশিয়ে এমন সব জিনিস খাওয়ানো হয়েছে, সেই বান যাদুর দ্বারা তারা চরমভাবে অসুস্থ, 

বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছে কোন ফল পাচ্চে না।আজও তারা সুস্থ হয়ে ওঠেনি। সেই সমস্ত বন্ধু বান্ধবের উদ্দেশ্যে আজ লেখা যারা কালো যাদুর ভয়ে ব্ল্যাক ম্যাজিকের ভয়ে অস্থির বা এসব রুগে আক্রান্ত হয়ে আছেন। 

আজ পবিত্র কুরআনুল কারিমের ছোট একখানা আয়াত তুলে ধরবো যার মাধ্যমে আপনারা সমস্ত কালো যাদু বান ব্ল্যাক ম্যাজিক দূর করতে পারবেন ইনশাআল্লাহ। 

প্রিয় বন্ধুরা এমন মনে করবেন না যে এই ছোট আয়াত কেমন কাজ দিবে। পবিত্র কুরআনের ছোট একটি আয়াতের সামনে, শুধু আয়াত নয় একটা হরফের সামনে কোন যাদু বান দাড়াতে পারবে না যদি আপনি সঠিক ভাবে আমল করতে পারেন। 

পৃথিবীর সমস্ত কালো যাদু ব্ল্যাক ম্যাজিক কুরআনের একটি আয়াতের সামনে দাড়াতে পারবে না ইনশাআল্লাহ। আয়াত ছোট বলে কেউ অবহেলা করবেন না নিয়ম মেনে আমল করবেন। 

***আজকের আমল***

সূরাহ আয-যুখরুফ এর ৭৯ নাম্বার আয়াত। 

(আম আবরমূ আমরন ফাইন্না-মুবরিমূন)


***নিয়ম***


পবিত্র আয়াত টি সকালে ৭ বার পড়ে পানিতে ফু দিয়ে খাবেন। আবার দুপুরে ৭বার পড় পানিতে ফু দিয়ে খাবেন। আবার রাতে ৭ বার পড়ে পানিতে ফু দিয়ে খাবেন। আর গোছলের সময় ৭ বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে গোছল করবেন। 

এভাবে ৪১ দিন করতে হবে। ইনশাআল্লাহ আপনি পবিত্র কুরআনের আয়াতের উছিলায় যাদু বান কুফরি ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হবেন। 

বিঃদ্রঃ এমন কোন জাগাতে গোছল করবেন না যেখানে প্রস্রাব পায়খানা করা হয়। এটা পবিত্র কুরআনের আয়াত। আদব রক্ষা করবেন। তানা হলে বিপরীত ক্রিয়া হতে পারে। মহান আল্লাহ তায়ালা আমাদের বুঝার তাওফিক দান করুন। 


প্রিয় বন্ধুরা এটা পরীক্ষিত একটা আমল। আর এই আমলটি অনেক সহজ আমল যা সবাই করতে পারবে ইনশাআল্লাহ। 


আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি আপনেরা সবসময় আরবি উচ্চারণে আমল করবেন। কেউ বাংলা উচ্চারণে করবেন না। কেননা আরবির সব উচ্চারণ বাংলায় হয় না। 


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন। 



WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


3 Comments

Post a Comment

Previous Post Next Post