চরম শত্রু হবে পরম বন্ধু এই আমলে। The ultimate enemy will be the absolute friend,

The ultimate enemy will be the absolute friend

The ultimate enemy will be the absolute friend


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

আমি প্রতিটি আলোচনায় পবিত্র কুরআনুল কারীম এবং হাদীস শরীফ থেকে আলোচনা করার চেষ্টা করি। এগুলোকে জাদু মন্ত্রের মত ব্যবহার করবেন না অত্যন্ত মনোযোগের সাথে যখন আপনি কোরআন শরীফের আয়াত কোন একটা উদ্দেশ্যে তেলাওয়াত করবেন অত্যন্ত মনোযোগ দিয়ে যত্নের সাথে পাক পবিত্র হয়ে করবেন। 

তাহলে আপনি এর যথাযথ ফল লাভ করতে পারবেন। এভাবে যদি করতে না পারেন তাহলে কাঙ্খিত ফল পাবেন না। 

আজকে আলোচনা করবো কিভাবে শত্রুতা দূর করা যায়, সেটা স্বামী স্ত্রীর মাঝে হতে পারে, বা অন্য যেকোন শত্রু কে পরম বন্ধু বানাতে পারবেন। 

***আজকের আমল***

সূরাহ তওবার ১২৯ নাম্বার আয়াত এবং এই দোয়াটি একসাথে পড়তে হবে। 

আল্লাহুমা আন্তা ইয়া রাব্বে হাছ বি আলা ফোলান ইবনে ফোলান। আতেফ কালবাহু অ জাল্লেলাহু।

***নিয়ম***

হস্পতিবার দিবাগত রাতে দ্বিপ্রহর সময় ৩০ বার পড়তে হবে আয়াত এবং দোয়া একসাথে মিলিয়ে। ফোলান ইবনে ফোলান এর স্থানে আপনি যাকে বন্ধু বানাতে চান তার নাম ও তার বাবার নাম বলবেন। যদি  স্ত্রী কে বন্ধু বানাতে চান তাহলে ইবনে এর স্থান বিনতে বসবে, আর আতেফ কালবাহু এর স্থানে বসবে আতেফ কালবাহা, আর অ জাল্লেলাহু এর স্থানে বসবে অ জাল্লেলাহা।

অর্থাৎ। ইবনে হলো পুরুষের ক্ষেত্রে বিনতে হলো মহিলার ক্ষেত্রে

আতেফ কালবাহু হলো পুরুষের ক্ষেত্রে আতেফ কালবাহা হলো মহিলার ক্ষেত্রে

অ জাল্লেলাহু হলো পুরুষের ক্ষেত্রে অজাল্লেলাহা হলো মহিলার ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। 

বিঃদ্রঃ দ্বিপ্রহর হলো রাতের মাঝের সময়।


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন। 


WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


5 Comments

  1. মাশাআল্লাহ আমার অনেক উপকার হলো

    ReplyDelete
  2. যাদু বান নষ্ট করার আমল দেন

    ReplyDelete
  3. য়াদু বান কুফরি নষ্ট করার আমল দেন

    ReplyDelete
  4. যাদু বান নষ্ট করার আমল দেন

    ReplyDelete
  5. যাদু বান নষ্ট করার আমল দেন

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post