কার উপর কুরবানী ওয়াজিব?

কার উপর কোরবানি ওয়াজিব



নিসাব পরিমাণ সম্পদের মালিক মুসলমান, জ্ঞানবান, বালেক, মুকিম, (মুসাফির নয়) এমন ব্যক্তির উপর প্রতিবছর কুরবানী ওয়াজিব। আল্লাহ তায়ালা বলেন:- فَصَلِّ لِرَبِّكَ وِ انْحَرْ 

সূরা কাউছার। 

এ আয়াতের তাফসিরে কাশশাফ গ্রন্থে বলা হয়েছে যে, (فصل) নামায দ্বারা ঈদের নামাজ এবং انحر দ্বারা কুরবানী উদ্দেশ্য। 


হযরত ইবনে আব্বাস (রা)বলেন, নামায দ্বারা উদ্দেশ্য হল ঈদের নামাজ আর নহর দ্বারা উদ্দেশ্য হল উট নহর করা অর্থাৎ কুরবানী করা 


রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেন :-

يا ايها الناس على كل اهل بيت في كل عام اضحيۃ(. আবু দাউদ)

হে লোক সকল জেনে রেখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতিবছরই কুরবানী ওয়াজিব। 


যতদিন সে নেসাব পরিমাণ মালের মালিক থাকে ততদিন প্রতিবছরই কুরবানী করতে হবে। তবে কুরবানী ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমান মাল সারা বছর অর্থাৎ পূর্ণ এক বছর থাকা জরুরী নয় বরং 10 জিলহজ ফজর হতে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক হলে তার উপর কুরবানী ওয়াজিব হবে। এসময়ের মধ্যে কোন মহিলাও যদি উক্ত পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে।

আল্লাহ আমাদের কবুল করুক।

Post a Comment

Previous Post Next Post