Mins solved the problem, যে সকল মা বোনেরা মাসিকের সমস্যায় আছেন তাদের জন্য এই পবিত্র কুরআনের আমল টি।


 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

যে সব মা বোনেরা মাসিকের সমস্যায় আছেন তাদের জন্য এই আমল টি


বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

মাসিক বন্ধ করার উপায়,


প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেক মা বোনদের হয়। এমন সমস্যা যা আমাদের মা বোনেরা বলতেও পারে না লজ্জায়, আজ আমি চেষ্টা করবো মহান আল্লাহ তায়ালার রহমতে এই সমস্যার সমাধান দিতে। আমাদের অনেক মা বোন আছে যাদের মাসিকের সময় সাথে রক্ত যায়। আরও অনেক সমস্যা মাসিকে। চুপে চুপে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে ক্লান্ত হয়ে গেছে। অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে কিন্তু কোন উপকার হয়নি। আজ সে সব অসহায় মা বোনদের পাশে দাড়াতে এই পবিত্র কুরআনের আমলটি যা এই সকল সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ।

মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয়,

★★★আজকের আমল★★★


সূরাহ আল ইমরানের ১৪৪ নাম্বার আয়াত।

★★★নিয়ম★★★


চিনা মাটির প্লেটে তিনবার জাফরান কালি দিয়ে লেখে গোলাপজল দিয়ে দৌত করে দিনে তিনবার করে, ৭দিন বা ২১দিন  বা ৪১ দিন খায়।
তাহলে মা বোনদের মাসিকের সাথে যে রক্ত যায় এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ

মাসিক না হলে কি করা উচিত,

বিঃদ্রঃ এই আয়াতের অন্য একটি আমল এমন যে যদি কোন মা বোন চিনা মাটির প্লেটে লিখতে না পারে।  যদি সাদা কাগজে জাফরান কালি দিয়ে লেখে, সেই কাগজ পানি দিয়ে দৌত করে একই নিয়মে খায়, তাহলেও এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।

মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় না,

বিঃদ্রঃ আমাদের অনেক মা বোন আছে যারা উপরের দুই টা পদ্ধতির কোনটি পারবে না, তারা যদি উক্ত আয়াত সহি শুদ্ধ ভাবে নিয়মিত তেলাওয়াত করে তাহলেও সমস্যার সমাধান হবে। তবে যদি লেখে খায় তাহলে উত্তম হবে।

মাসিক না হলে কি করা উচিত ঘরোয়া উপায়,

বিঃদ্রঃ আমি সবসময় বলে থাকি আপনেরা পবিত্র কুরআন এর আমল সহি শুদ্ধ করবেন তা না হলে আশানুরূপ সাফল্য লাভ করতে পারবেন না। বাংলা দেখে করবেন না সমসময় আরবি উচ্চারণে আমল করবেন।

মাসিক বন্ধ থাকলে করণীয় কি,

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।

WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


1 Comments

Post a Comment

Previous Post Next Post