ঘন ঘন প্রস্রাব থেকে বাঁচার উপায় 

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

ঘন ঘন প্রস্রাব থেকে বাঁচার উপায়


বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

আজ আমি আপনাদের কাছে পুরুষদের একটা সমস্যা নিয়ে কথা বলবো। অনেকে আমাকে বিভিন্ন ভাবে জানিয়েছেন। এ সমস্যা টি এখন অনেকের দেখা যাচ্ছে। আবার এ সমস্যা টি যদি কারও দীর্ঘ দিন থাকে তাহলে তার যৌন সমস্যা দেখা দিতে পারে।  সেই সমস্যা টি হলো ঘন ঘন প্রসাব হওয়া। 

ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ ও প্রতিকার,

আমাদের মধ্যে যাদেরই ঘন ঘন প্রসাব হয় সবারই এ সমস্যা হবে বিষয় টা এমন না। 

আবার ঘন ঘন প্রসাব হলে আমাদের অনেকে মনে করেন ডায়াবেটিস হয়েছে, বিষয় টা এমনও না ঘন ঘন প্রসাব বিভিন্ন কারণে হতে পারে। 

ঘন ঘন প্রস্রাবের ঔষধ,

আপনি যখন পানি বেশি পান করবেন তখন আপনার প্রসাব বেশি হবে। কেনন আপনার পান করা পানি শরির থেকে বের হওয়ার মাধ্যম হলো প্রসাব। 


আবার পানি বেশি পান না করেও অনেকের প্রসাব বেশি হয়, আমি উনাদের উদ্দেশ্যে বলবো উনারা যেন কোন কিডনি রোগ বিশেষজ্ঞ দেখান কেননা এ সমস্যা টি কিডনি রোগীদের মধ্যে পাওয়া যায়। 

ঘন ঘন প্রস্রাবের কারণ,

এখন যে বিষয় টি নিয়ে আজ বলবো তা হলো, অনেকের এমন সমস্যা রয়েছে। 

যে যার ডায়াবেটিস নেই, 

কিডনি সমস্যা নেই, 

পানিও বেশি পান করা হয় না 

তারপরও প্রসাব বেশি হয়। এমন সমস্যা যাদের আছে, আজ তাদের জন্য সমাধান দেওয়ায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন কিছু ঘরোয়া খাবারের কথা বলবো যার মাধ্যমে মহান আল্লাহ তায়ালা এই সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। 


★★★যা খাবেন★★★


১। আস্তা ধনিয়া 

২। ডুমুরের কচি পাতা


★★★যে ভাবে খাবেন★★★


১। রাতে ঘুমানোর আধা ঘণ্টা আগে এক মুঠো ধনিয়া মুখে নিয়ে ভালো ভাবে চিবিয়ে নিতে হবে যখন পেস্টের মতো হবে তখন হালকা পানি মুখে নিয়ে খেয়ে ফেলবেন। এভাবে ১ সপ্তাহ খেলে আশা করা যায় ঘন ঘন প্রসাব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 


২। ডুমুরের কচি ৪-৫ টা পাতার সাথে হালকা লবন নিয়ে পানের মতো চিবিয়ে খেতে হবে সকালে খালি পেটে। এটাও ১ সপ্তাহ খেলে আশা করা যায় ঘন ঘন প্রসাব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 

ঘন ঘন প্রস্রাব কেন হয়,

বিঃদ্রঃ যাদের লবণ খাওয়াতে নিষেধ আছে উনারা লবনের পরিবর্তে হালকা চিনি নিবেন। আর যারা চিবিয়ে খেতে পারবেন না উনারা ডুমুর কচি পাতার রস করে হালকা লবন বা চিনি মিশিয়ে খেলেও হবে।


বিঃদ্রঃ উপরের দুই টা পদ্ধতির যে কোন একটা পদ্ধতি অনুসরণ করলেই হবে।


মহান আল্লাহ তায়ালা আমাদের শেফা দান করুন। আমিন।



WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


1 Comments

Post a Comment

Previous Post Next Post