ইসলাম ধর্মকে নষ্ট করার জন্যই ১৪ ফেব্রুয়ারীর এই অপকালচার।
ফেব্রুয়ারীর অপকালচার কে না বলি।
Don't tell anyone on 21st February
Don't tell anyone on 21st February
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা
সুন্দর ও সু-শৃংখলভাবে সাজিয়ে গুছিয়ে ছেলে মেয়ে গুলোর চরিত্রটাকে শেষ করে দেয়ার নামই ফেব্রুয়ারীর অপকালচার।
ইসলাম ধর্মে চরিত্রের হেফাজত একটি মুল্যবান বার্তা।সেই চরিত্রতে যদি কাদা লাগিয়ে দেয়া যায়, তবেই তারা স্বার্থক। বর্তমান ভালোবাসা দিবসের নামে চলছে এটাই। বেহায়াপনা আর নির্লজ্জের পরিচয়ে গড়ে উঠছে আধুনিক সমাজ। যেখানে নেই কোনো লাজ-লজ্জার চিহ্ন। মেয়ে গুলো সব যৌন পাগলী হচ্ছে,আর ছেলেগুলার ভবিষ্যতগুলা হচ্ছে অন্ধকার।
এবার আসি মূল কথায়,
Don't tell anyone on 21st February
**৭ ই ফেব্রুয়ারীতে Rose Day (গোলাপ দিবস) এর মধ্য দিয়ে শুরু হয়েছে ভালো লাগার গল্প।
**৮ ই ফেব্রুয়ারীতে propose Day এর মধ্য দিয়ে শুরু হয়েছে বাছাই পর্ব।
**৯ ই ফেব্রুয়ারীতে Chocolate Day এর নামে মেয়েগুলোকে ছেলেদের প্রতি আকৃষ্ট করার প্রস্তুতি চলছে।
**১০ ই ফেব্রুয়ারী (Teddy Day) বড় একটা পুতুল কিনে মেয়ে গুলার অন্তরের অন্তস্থঃতল এ জায়গা করে নিচ্ছে প্রেমিকগুলো।
**১১ ই ফেব্রুয়ারী(Promise Day) প্রতিজ্ঞা করে নিচ্ছে আমি তোমার আর তুমি আমার। প্রেম যাচ্ছে জমে। আহ, প্রেমিক- প্রেমিকার মনে সুখের ঝর উঠছে। কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় মেতে উঠছে দু জনের মন।
**১২ ই ফেব্রুয়ারী ( Hug Day) কি সুবিধা দিচ্ছে এই ফেব্রুয়ারী না! মজাই আলাদা হয়ে গেলো জড়িয়ে ধরা।বুকের ভেতরের কাপুনিতে পায়ের নিচের মাটিও কাপছে ।ভালোবাসা বেড়েই চলেছে।
**১৩ ই ফেব্রুয়ারী ( Kiss Day) একজন আরেক জনকে কতই না চুম্বন করতেছে।। কত প্রকারের চুম্বন যে আছে দুনিয়ায় সেটা অই দিনই দেখা যায়। সুযোগ আসতে আসতে কোমরের নিচে এসে থেমেছে।
**১৪ ই ফেব্রুয়ারী (Valentin's Day) ভালোবাসা দিবস। এখন আর গোলাপ না, টেডি বিয়ার না! চকলেট না! এখন খালি দুইজন দুইজনরে খায়। খাইতে খাইতে বদ হজম ভালোবসসার যেন কোনো শেষ নাই।
Don't tell anyone on 21st February
তারপর পর্যায়ক্রমে
১৫ ফেব্রু: (Slap Day) চর মারার দিবস দূরে সরে যাওয়া শুরু।
১৬ ফেব্রু:(Kick Day) লাথি মারা শুরু।
১৭ ফেব্রু:(Perfume Day).
১৮ ফেব্রু:( Flating Day).
১৯ ফেব্রু:(Confession Day)..
২০ ফেব্রু:(Missing Day)..
২১ ফেব্রু: (Break up Day)
প্রয়োজন শেষ- তুমিও শেষ। মেয়েগুলা সব সতীর্থ হারালো! পরে বেছে নেয় নতুন কাউকে। চলতে থাকে বছরের পর বছর। কারো বেশ্যা খাতায় নাম পরছে,, কেউ আবার চিপায় পরে বিদায় নিতে হচ্ছে।
আর কোনো ছেলে ধরছে নেশা- আবার কেউ ধরছে চুরির পেশা। দুখজ্বালা পেতে পেতে কেউ ছারছে দুনিয়া।
একটু ভাবুন! কারন, আপনার একটা ভুলের কারনে আমাদের ধর্মের অবমাননা হচ্ছে।। মানুষ বলছে, মুসলমানের ছেলে মেয়েগুলা দেখ কি করছে। তাই সচেতন হউন- অপরকে সচেতন করুন। ভালো লাগলে বিয়ে করুন।। সংসার করুন। তবুও আর হারাম নয়।।
#ফেব্রুয়ারীর_অপকালচার_কে_না__বলি।
আল্লাহ সবাইকে এর থেকে হেফাজতে রাখুন। আমিন
ইসলামের পক্ষে হলে শেয়ার করুন,, সচেতন করুন।
##Be Careful## "সাবধান"সাবধান"
অন্যের কাছ থেকে কপি কৃত।
WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।
বর্তমান সময়ের সেরা পোস্ট
ReplyDeleteঅনেক সুন্দর পোস্ট
ReplyDelete১৪ ই ফেব্রুয়ারী পালন করা হারাম
ReplyDeleteসবাই ১৪ ই ফেব্রুয়ারী কে বয়কট করুন।
ReplyDeleteবয়কট ১৪ ই ফেব্রুয়ারী
১৪ ই ফেব্রুয়ারী কে বয়কট করলাম
ReplyDeleteবয়কট বিশ্ব বেহায়া দিবস ১৪ ই ফেব্রুয়ারী
ReplyDeleteবয়কট করলাম ১৪ ফেব্রুয়ারী নামে অপকালচার কে
ReplyDeletePost a Comment