Boy or girl does not listen?  Do this period.

ছেলে বা মেয়ে কথা শুনে না? এই কুরানী আমলটি করুন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 

Boy or girl does not listen?  Do this period.

Boy or girl does not listen?  Do this period.


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

 বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

Boy or girl does not listen?  Do this period.

আমাদের সমাজের বর্তমান পরিস্থিতিতে বড় একটা সমস্যা হলো পরকীয়া। 

পরকীয়া নিয়ে এর আগেও আমি লেখেছি। আজও আরেক টি পবিত্র কুরআনের আমল নিয়ে লেখবো ইনশাআল্লাহ। 

সমস্যা যত বড় তার আমলও তত কঠিন। আর পবিত্র কুরআনের আমল ১০০% কার্যকর, কিন্তু নিয়ম মেনে করতে হবে তা না হলে হবে না। 

যারা সহি শুদ্ধ ভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন শুধু তারাই করবেন। এই আমল দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া ধংস হবে আবার যদি আপনার ছেলে বা মেয়ে অবৈধ সম্পর্কে জরিয়ে যায় সেখান থেকেও ফিরাতে পারবেন এই আমল দিয়ে। 

ভালো ভাবে সহি শুদ্ধ ভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শিখে তারপর আমল করবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর ইচ্ছায় পরকীয়া ধংস হবে। 



***আজকের আমল***


সূরাহ মায়েদ্বাহ এর ৬৪ নাম্বার আয়াত ও ১০০ নাম্বার আয়াত এই দুই আয়াত। 


***নিয়ম***


৬৪ নাম্বার আয়াত টি ১২১ বার পড়ে লবনে ফু দিয়ে সেই লবণ  খাওয়াতে হবে যত দিন পরকীয়া বন্ধ না হয়। যদি খাওয়াতে না পারেন তাহলে প্রতিদিন দিন ১২১ বার পড়ে লবনে ফু দিয়ে আগুনে পুরিয়ে ফেলবেন। যদি তাও না পারেন তালহে বেশি বেশি তেলাওয়াত করবেন। 

আর ১০০ নাম্বার আয়াত খনা প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে তেলাওয়াত করবেন। 


মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করবেন মহান আল্লাহ তায়ালা এই আয়াতদ্বয়ের উছিলায় পরকীয়ার মত কঠিন সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। 


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন। 

WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


3 Comments

  1. মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ পোস্ট ধন্যবাদ

    ReplyDelete
  2. অনেক অনেক ভালবাসা রইলো

    ReplyDelete
  3. মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ পোস্ট

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post