যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার কোরআনের আমল। The practice of the Qur'an to get good results in any test

যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার কোরআনী আমল।

The practice of the Qur'an to get good results in any test


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন।

 সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা


আমাদের ছেলে বা মেয়ে যারা বিভিন্ন ক্লাসে লেখাপড়া করে তাদের জন্য,  অনেকে বিভিন্ন ভাবে আমার কাছে জানতে চেয়েছে যে পবিত্র কুরআন ও হাদিস এর মধ্যে এমন কোন আমল আছে কি যা দ্বারা রেজাল্ট ভালো করা যায়। 

 আজ তাদের জন্যই লেখবো ইনশাআল্লাহ। 

পবিত্র কুরআন শরীফ ও হাদিস থেকে আজ আমি কয়েকটি আমলের  কথা বলবো যদি কেউ এই আমল গুলো সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করে ভালো নিয়তে ইনশাআল্লাহ সে সফল হবে। 


***আজকের আমল*** 


১। সূরাহ ত্বহার ১১৪ নাম্বার আয়াত 

 (রব্বি ঝিদনী ইলমা) হে প্রভু আপনি আমার জ্ঞান কে বাড়িয়ে দেন।

২। সূরার ত্বহার ২৫,২৬,২৭,২৮  নাম্বার আয়াত। 


২৫। রব্বিশ রহুলী ছদরী

২৬। অ ইয়াচ্ছিরলী আমরী

২৭। অহলুল উকদাতাম মিল লিছানী

২৮। ইয়াফ ক্বহূ ক্বওলী


৩। সূরাহ বাক্বারা ৩২ নাম্বার আয়াত 

ছুবহা নাকা লা ইলমা লানা ইললা মা আললামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম।


৪। সূরাহ বাক্বারা ৬৪ নাম্বার আয়াত 

ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইলাইহি রাজিউন


৫। তিরমিজি শরিফের ২৭২৩ নাম্বার হাদিস। 


যায়দ ইবনু সাবিত রাঃ হতে বর্নিত। তিনি বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলাম। তখন সম্মুখে একজন কাতিব (লেখক) ছিল।  আমি তাকে লেখকের উদ্দেশ্যে বলতে শুনেছি, কলমটি কানের উপর রাখো। কেননা এরুপ করলে প্রয়োজনীয় কথা বা উদ্দেশ্য স্বরন হয়। ( তিরমিজি) 


***নিয়ম***


১। প্রতিদিন ২১২ বার অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে ১১ বার করে পড়তে হবে। 

২। প্রতিদিন তেলাওয়াত করতে হবে কমপক্ষে ১১ বার করে। 

৩। এটাও প্রতিদিন তেলাওয়াত করতে হবে। যখন সময় পাবে তখনি।


৪ এবং ৫ নাম্বার এর কাজ হলো পরীক্ষার হলে। 

যখন প্রশ্ন পত্র দেও তখন আমাদের ছেলে মেয়েরা গাবরিয়ে যায় অনেক মুখস্থ পড়াও ভুলে যায়, বা স্বরনে আনতে পারে না। সে রকম অবস্থায় সূরাহ বাক্বারার ৬৪ নাম্বার আয়াত তেলাওয়াত করবে। এবং ৫ নাম্বার আমল। হাদিসে বর্নিত একটা কলম ডান কানে রেখে দিবে। তাহলে ভুলে যাওয়া বিষয় স্বরন হবে। ইনশাআল্লাহ। 

প্রশ্ন পত্র হাতে পেয়ে কয়েকবার দুরুদ শরিফ, সূরাহ ফাতিহা, ১,২,৩ নাম্বার আমলের আয়াত গুলো পড়ে প্রশ্ন পত্রে, কলমে ফু দিয়ে লেখা শুরু করবে।


বিঃদ্রঃ এই আমল গুলো যদি কোন ছাত্র করে সে অবশ্যই সফল হবে, ইনশাআল্লাহ।। 


আরেকটি বিষয় আমি সবসময় বলে থাকি। পবিত্র কুরআন এর আমল গুলো সহি শুদ্ধ ভাবে আমল করতে হবে। বাংলা উচ্চারণে কেউ করবেন না। কোরআন দেখে আরবি উচ্চারণে সহি শুদ্ধ ভাবে করবেন। 


মহান আল্লাহ তায়ালা আমাদের ছেলে মেয়ে দের পরীক্ষার রেজাল্ট ভালো করার তাওফিক দান করুন। আমাদের পবিত্র কুরআন ও পবিত্র সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।


WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


5 Comments

  1. মাশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে দের অনেক উপকার হবে ইনশাআল্লাহ

    ReplyDelete
  2. মাশাআল্লাহ অনেক সুন্দর পোস্ট

    ReplyDelete
  3. মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ পোস্ট

    ReplyDelete
  4. মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

    ReplyDelete
  5. যাদু বান কুফরি নষ্ট করার আমল দেন

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post