যাদু বান কুফরি দ্বারা যাদের যৌন শক্তি নষ্ট হয়ে গেছে, পবিত্র কুরআন থেকে সমাধান করুন। Those whose sexual energy has been ruined by the magic ban kufr

Those whose sexual energy has been ruined by the magic ban kufr

Those whose sexual energy has been ruined by the magic ban kufr

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যাদ বান কুফরি ইত্যাদি। যাদু বান দ্বারা যেসব ক্ষতি হয় তার মধ্যে অন্যতম একটা ক্ষতি হচ্ছে নারী এবং পুরুষের যৌন শক্তি নষ্ট হয়ে যাওয়া। এমন কিছু তাবিজ, এমন কিছু জাদু রয়েছে যা একজন নারী অথবা একজন পুরুষ কে সেই তাবিজ খাওয়ানো হলে বা সেই কুফরি করলে। তার যৌন শক্তি সম্পূর্ণ রুপে নষ্ট করা যায় 

তো প্রিয় বন্ধুরা আমার সেই বিষয় টি নিয়ে লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ যে কিতাব থেকে তদবিরের কথা বলবো তা হলো অজিফায়ে সালেহীন এর ৪৬১ পৃষ্ঠা থেকে। 


আমাদের দেশে এমন কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে। যারা বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সেটা যাদু বান কুফরি ইত্যাদির মাধ্যমে। 


শত্রুতার কারণে এমন কিছু যঘন্ন কাজ করে যার কারণে নারী বা পুরুষের যৌন শক্তি সম্পূর্ণ রুপে নষ্ট হয়ে যাব।


একজন নারী বা পুরুষ যখন তার যৌন শক্তি হারিয়ে ফেলে, তখন সে যে কিরুপ সমস্যায় পরে তা প্রকাশ করার মতো না। এ থেকে শুরু হয় পরকীয়া। এবং পারিবারিক জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়। 


আমাদের দেশে এমন সমস্যার মানুষ খুজলে অনেক পাওয়া যাবে। 

হয়তো লজ্জায় অনেকে কিছু বলতে পারে না। 

আবার অনেকে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন এবিষয়ে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। 

যেসকল নারী বা পুরুষ এই সমস্যায় আছেন উনাদের উদ্দেশ্যে বলবো আর কোন ডাক্তার বা কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই। 

মহান আল্লাহকে সাক্ষী রেখে আজকের পবিত্র কুরআনের আমল করেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় আপনার সকল সমস্যার সমাধান হবে।

***আজকের আমল***

আয়াতে শেফা

১) সূরাহ তওবার ১৪ নাম্বার আয়াত 

২) সূরাহ ইউনুসের ৫৭ নাম্বার আয়াত 

৩) সূরাহ নফলের ৬৯ নাম্বার আয়াত 

৪) সূরাহ ইসরার ৮২ নাম্বার আয়াত 

৫) সূরাহ আস সুয়ারা ৮০ নাম্বার আয়াত 

৬) সূরাহ ফুস্সিলাত ৪৪ নাম্বার আয়াত 


বিঃদ্রঃ উক্ত ৬ টি আয়াত কে আয়াতে শেফা বলা হয়।


বিঃদ্রঃ পবিত্র কুরআন দেখে আরবি উচ্চারণে আগে সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে নিবেন। 

কুরআনের আমল করতে গেলে অবশ্যই আপনার আরবি উচ্চারণে করতে হবে।

***নিয়ম***

সকল প্রকার রুগ ঘেকে হেফাজতে থাকার জন্য। 

নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের পড়ে ৭ বার করে পড়তে হবে। ৪১ দিন

অথবা সকালে সাত বার পড়ে পানিতে ফু দিয়ে খাবেন, আবার দুপুরে ৭বার পড়ে পানিতে ফু দিয়ে খাবেন  আবার রাতে ৭ বার পড়ে পানিতে ফু দিয়ে খাবেন। এভাবে ৪১ দিন। 

সকালে ডান হাতের তালুতে মধু নিবেন তারপর আয়াতে শেফা ৭ বার করে পড়ে মধুর উপর ফু দিয়ে খাবেন, আবার দুপুরে ডান হাতের তালুতে মধু নিবেন তারপর আয়াতে শেফা ৭ বার করে পড়ে ফু দিয়ে খাবেন, আবার রাতে ডান হাতের তালুতে মধু নিবেন তারপর আয়াতে শেফা ৭ বার পড়ে ফু দিয়ে খাবেন। 


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন। 


WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।


Post a Comment

Previous Post Next Post