চাকরি লাভের আমল, The period of getting a job,

চাকরি লাভের আমল



The period of getting a job,


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহী মোহাম্মদী ওয়া আলেহী ওয়া আসহাবী আজমাঈন। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা।


প্রিয় বন্ধুরা আমাদের সোনার বাংলাদেশে যত গুলো বড় সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে বেকারত্ব। 


দিন দিন শিক্ষীত বেকারের সংখ্যা যে ভাবে বাড়ছে, অল্প শিক্ষিত, কম শিক্ষিত, মানুষদের মধ্যেও হতাশা বেড়েই চলেছে। 


বাংলাদেশ সরকার যদিও এই বেকারত্ব কে সমুলে উচ্ছেদ করার জন্য নানাবিধ প্রোগ্রাম হাতে নিয়েছে, ততপুরিও একথা সত্য যে হারে মানুষের জন্ম হার বাড়ছে, মানুষ বাড়ছে, সে হারে চাকরি বাড়ছে না, কলকারখানা বাড়ছে না। 


যে কারণে বেকারত্ব আমাদের দেশের এখন এক চরম অভিশাপ। 


বিশেষ করে যারা শিক্ষিত যাদের অনেক ডিগ্রি আছে, এই ডিগ্রি গুলো অর্জন করার পরেও যখন একজন শিক্ষিত মানুষ চাকরি পাইনা। সে নারী হওক অথবা পুরুষ হওক তখন সে চরম হতাশা গ্রস্ত হয়ে পরে। 


আজ আমি তাদের জন্য লেখবো ইনশাআল্লাহ 


আপনারা যদি চাকরি লাভের দোয়া লেখে ইউটিউবে অথবা গুগলে সার্চ দেন তাহলে অনেক ভিডিও বা লেখা পাবেন। 

কিন্তু সেগুলোর কোন নির্ভরতা নেই অনেকে ভিউ বাড়ানোর জন্য নানা কৌশল ব্যাবহার করে। 


ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আজ আমি সেই সকল শিক্ষিত বেকারদের জন্য লেখবো। কেউ যদি আজকের শিখানো নিয়মে আমল করে ইনশাআল্লাহ সে তার যোগ্যতা অনুযায়ী তার কাংখিত চাকরি পাবে। 


প্রিয় বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি পবিত্র কুরআন ও পবিত্র হাদিস শরিফের আলোকে আমল গুলো দেওয়ার।


আজও তাই করবো আজকেও যে আমল গুলো নিয়ে লথা বলবো তা পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী, 


***আজকের আমল***


১) ১০০ বার তওবার দোয়া ( আসতাগফিরুল্লাহ রব্বী মিন কুল্লি যামবিও অয়াতুবু ইলাইহি লা হাওলা অলা কুও ওয়াতা ইল্লা বিল্লাহ)

২) ১০০ বার দুরুদ শরিফ পাঠ করবেন। যেকোন দুরুদ, তবে আমি বলবো এই দুরুদ শরিফ টা পাঠ করার জন্য কেননা ইহার অনেক ফজিলতের কথা বর্ননা রয়েছে। (আল্লাহুমা ছল্লি আলা ছাইয়েদিনা মুহাম্মদি নিন্নাবিয়্যিল উম্মিয়্যি অয়ালিহী অসাল্লিম।)

৩) ২১ বার (আয়াতুল কুরসি) 

৪) ১০০ বার ( ইয়া মুজীবাদ্দা ওয়াত)

এপর্যন্ত শেষ হলে, তিন বার সূরাহ ফাতিহা পড়বেন, ১০ বার সূরাহ ইখলাস পড়বেন, ১১ বার দুরুদ শরিফ পড়বেন। 

তারপর আপনি মহান আল্লাহ তায়ালার দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবেন। 

বিঃদ্রঃ আমি সবসময় বলে থাকি পবিত্র কুরআন এর আমল গুলো সহি শুদ্ধ করে করতে হবে, আর অবশ্যই আরবি উচ্চারণে পাঠ করবেন। খাটি নিয়তে, পাক পবিত্র হয়ে, আমল গুলো করবেন।


***নিয়ম***

শুরুতেই কয়েক বার সূরাহ ফাতিহা, সূরাহ ইখলাস, এবং কয়েকবার দুরুদ শরিফ পড়ে। ছোট করে দোয়া করবেন, এবং দোয়ায় চাকরির কথা উল্লেখ করবেন। 


এই আমলটি শুরু করতে হবে বৃহস্পতিবার দিনগত শুক্রবার রাত থেকে। মানে বৃহস্পতিবার সারা দিন যেয়ে যে রাত আসবে সেই রাত থেকে। এশার নামাজের পরে। একাধারে ৭ দিন করতে হয়। 


তবে আমি আপনাদের বলবো যত দিন চাকরি না হয় পবিত্র কুরআন এর এই আমল গুলো চালিয়ে যাবেন। 


বিঃদ্রঃ আমলের শুরুতে কয়েকবার সূরাহ ফাতিহা, সূরাহ ইখলাস, এবং দুরুদ শরিফ পড়ে ছোট করে দোয়া করবেন। তারপর আমল গুলো সহি শুদ্ধ ভাবে পাঠ করার পরে। 

তিন বার সূরাহ ফাতিহা পড়বেন, ১০ বার সূরাহ ইখলাস পড়বেন, ১১ বার দুরুদ শরিফ পড়বেন।


মহান আল্লাহ তায়ালা আমাদের পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমাদের দেশের বেকারত্ব দূর করুন। আমিন।


WhatsApp +8801323257351 কোন বিষয়ে পোস্ট চান তা জানাতে শুধু মেসেজ দিবেন। দয়া করে কেউ কল করবেন না।

চাকরি লাভের আমল

Post a Comment

Previous Post Next Post